দুই বছর পর অবশেষে তিহার থেকে বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছান তারপর থেকে সেখান গাড়িতে করে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাজ্য পুলিশের নিরাপত্তায় একটি বিশাল কনভয় করে অনুব্রতের গাড়ি বীরভূমের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি বর্ধমানের শক্তিগড়ে ঢোকার সঙ্গে সঙ্গেই রাস্তার ধারে হাজির তৃণমূল সমর্থকদের দল। বর্ধমান হয়ে বোলপুর যাওয়ার পথে অনুব্রত মণ্ডলের গাড়ি যখন তালিতে রেল গেট এসে পৌঁছয় উত্তেজনা ছিল তখন দেখার মতো ৷
রেলগেট পড়ার কারণে অনুব্রত মণ্ডলের গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রাস্তার ওপরে । আর সে সময় তার গাড়ির সামনে সমর্থকদের ভিড় উপচে পরে। দীর্ঘ অনুপস্থিতির পর ঘরে ফিরছেন কেষ্ট তাই দলীয় কর্মী সমর্থকরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “শরীর ভালো নেই, আমার পায়ে ব্যথা, আমার পিঠের নিচের অংশে ব্যথা। আইনকে সম্মান করি। জনগণের জন্য আছি।” এদিকে আবার কেষ্ট জেলায় ফেরার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন বীরভূমে। একটি প্রশাসনিক বৈঠক হবে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত। তারপরই কলকাতায় নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূল নেতা কর্মীদের উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন সমাবেশ থেকে।
সাথে তিনি এও বলেছিলেন “কেস্টর অনুপুস্থিতিতে লড়াই আরো তিনগুণ বাড়াতে হবে। এবং বীরের সম্মানে কেষ্টকে কারাগার থেকে বের করে আনতে হবে । সেই মানসিকতা নিয়ে প্রস্তুত থাকুন।” তাহলে কি আজ হবে মমতা কেষ্টর সাক্ষাৎ? জবাবে অনুব্রত বললেন “শরীর যদি ভাল থাকে। দিদি ভাল থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকব।