বসিরহাট : প্রয়াত হয়েছেন তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। শোক প্রকাশ করলেন 2024 সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী করা রেখা পাত্র। তিনি বলেন, “প্রতিটি মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি সমবেদনা জানাই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আমি চেয়েছিলাম তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক । আমি ভাবিনি তিনি এভাবে চলে যাবেন। তার কাছ থেকে আমাকে রাজনীতি সম্পর্কে অনেক কিছু শেখার ছিল। এই ঘটনায় সত্যিই দুঃখিত আমরা।”
কয়েক বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তৃনমূল সংসদ হাজি নুরুল। বুধবার দুপুরে বসিরহাটের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংসদের মৃত্যুতে এই কেন্দ্রে আবারো হবে নির্বাচন । বিজেপি যদি উপনির্বাচনে রেখাকে প্রার্থী করেন তাহলে কি তিনি লড়বেন? উত্তরে কি বললেন সন্দেশখালির এই লড়াকু নেত্রী ? রেখা বলেন ” আমার লড়াই ছিল সাধারণ মানুষের জন্য তাই প্রার্থী কে হবে সেটা আমার দল এবং এখানকার সাধারণ মানুষই ঠিক করবে। কিন্তু দল যদি চায় আমি আবারও মাঠে নামব।”
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছিলেন রেখা পাত্র । সন্দেশখালির এই লড়াকু কন্যাই শাহজাহানের দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আওয়াজ তুলেছিলেন প্রথম । তখনি তাকে বিজেপির তরফ থেকে প্রার্থীর জন্য বেছে নেওয়া হয়েছিল । এমনকি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে ফোন করেন এবং দেখাও করেছিলেন ।