আরও চাপে সন্দীপ? আরজি কর হাসপাতালে তিলোত্তমা ঘটনার পর থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে আসে অনেক অভিযোগ। দুটি ভিন্ন মামলায় তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে দিন কাটাচ্ছেন জেলে। এবার তার চারতলা বাড়ির বিরুদ্ধেও উঠল অভিযোগ! পুরসভার আধিকারিকরা সম্প্রতি সন্দীপের বেলেঘাটার বাড়িতে একটি নোটিস লাগিয়েছেন।
সেখানে অভিযোগ, সন্দীপ ঘোষ তার বাড়ির একটি বড় অংশ বেআইনিভাবে বাড়িয়ে নিয়েছেন। এ ছাড়াও বাড়ির বেশ কিছুটা অংশ অবৈধভাবে গড়া হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামেন পুরকর্তারা। আধিকারিকদের মতে, অভিযোগের সারবত্তা পাওয়াতেই সেই নোটিশটি সেখানে লাগিয়ে আসা হয়েছে । এবং 30 সেপ্টেম্বর, সন্দীপ ঘোষের পরিবারকে এই অবৈধ নির্মাণ সমন্ধে পুরনিগমে গিয়ে জবাব দিয়ে আসতে হবে।
মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, পুরো বিষয়টি বোরোর নিয়ন্ত্রণে রয়েছে। ওনারাই বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে নোটিশ পাঠাচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়েছে।
কিন্তু শুধু একটি নয় সন্দীপ ঘোষের বেশ কিছু ঠিকানা আছে। কেন্দ্রীয় তদন্তে জানা গিয়েছে, ক্যানিং-এ সন্দীপ ঘোষের নামে একটি বাগানবাড়ি এবং রয়েছে একটি ফ্ল্যাটও।