Mother of Tilottama

আজ রাত ৯ টা সময় পশ্চিমবঙ্গের সকল মায়েদের ৯ টা প্রদীপ জ্বালানোর আবেদন তিলোত্তমার মায়ের

ঠিক দুই মাস আগে ৯ তারিখ আজকের দিনেই তিলোত্তমার মা তার মেয়েকে হারিয়েছিলেন। কিন্তু এতো সহজে এই ঘটনাকে তারা মেনে নিতে নারাজ । তাই জুনিয়ার চিকিৎসকদের সাথে তারাও সুবিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ করেছিলেন । এবার পুজো আবহে পশ্চিমবঙ্গের সকল মায়েদের কাছে নির্যাতিতার মা আবেদন করেছেন সন্তানের মঙ্গল হেতু তাঁরা যেন ৯টি প্রদীপ জ্বালান।
বুধবার ষষ্ঠী থেকে ধর্নায় বসে বিচার চাইছেন তিলোত্তমার বাবা-মা । পুজোর এই কটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেয়ের স্মৃতি বুকে নিয়ে তাদের সেই ফাঁকা ঘরে ফিরতে চাননা তাই তারা ধর্নায় থাকবেন । তিলোত্তমার বাবা-মা আগেই জানিয়ে ছিলেন তাদের এই ধর্ণা মঞ্চে আস্তে পারে যে কেউ । তবে রাজনৈতিক রং লাগাতে নারাজ তারা । তবে তা সত্ত্বেও এদিন দেখা গেলো মীনাক্ষী মুখোপাধ্যায়কে তিলোত্তমার বাড়িতে । তিনি সেখানে পৌঁছে সকলকে আবেদন করেন, পুজোয় যেন তারা একবার অন্তত এই মঞ্চের সামনে ও ধর্মতলার যে মঞ্চে ডাক্তারা অনশন করছেন সেই জায়গায় ঘুরে আসেন । তিলোত্তমার মা বলেন, “এমনই একটা ৯ তারিখ আমার জীবনটা ওলট-পালট হয়ে গেল। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হতো। আমার মেয়ে আমি উপোস করতাম। আজ আমি উপোস রয়েছি কিন্তু আমার একমাত্র মেয়েটি আর নেই। আজ ৯ তারখি রাত ৯টায় নিজের সন্তানের মঙ্গল কামনায় সকলে ৯টা প্রদীপ জালান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *