রতন টাটার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানাযাচ্ছে টাটা সন্সের চেয়ারম্যানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। প্রথম সারির এক সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর ।
গত সোমবার, 86 বছর বয়সী এই শিল্পপতিকে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল।
কিন্তু তারপর রতন টাটা নিজেই এই আশঙ্কা দূর করেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে তার বয়স এবং বিভিন্ন অসুস্থতার কারণে তাকে নিয়মিত মেডিকেল চেক আপ করাতে হয়। তাই তিনি “রুটিন চেক আপের” জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে টাটা গ্রুপ বা রতন টাটার অফিস কেউই রতন টাটার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।