Woman police SI suspended over police controversy in Siliguri

শিলিগুড়িতে পুলিশ বিতর্কে সাসপেন্ড মহিলা পুলিশ এসআই

শিলিগুড়িতে একটি ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সরল সাধারণ মানুষের মধ্যে। ঘটনাটির সূত্রপাত শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ডের একটি মাঠে তুই নাবালক এবং নাবালিকাকে কেন্দ্র করে। অভিযোগ ওই সময়ে পিঙ্ক পুলিশ ভ্যান থেকে এক মহিলা এসআই ( যিনি কর্তব্যরত ছিলেন ) তুমি ওই নাবালক এবং নাবালিকাকে মারধর করেন। এই অভিযোগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কোথায় আছেন স্থানীয় মানুষ, এই সময় কর্তব্যরত ওই মহিলা এসআই এক মহিলাকে কাছে টেনে নিয়ে চুমু খেতে যান বলে অভিযোগ। তবে ওই মহিলা এস আই ওই অভিযোগ অস্বীকার করেছে। সবার শেষ খবর পাওয়া পর্যন্ত , শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ওই মহিলা এসআই কে সাসপেন্ড করেছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানা গেছে। এলাকার বাসিন্দারের অভিযোগ মদ খেয়ে ওই মহিলা পুলিশ অফিসার এসেছিলেন। তার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছিল। এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই, উত্তেজনা বাড়তে
শুরু করে। মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদি ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটির তদন্ত চলছে,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *