নতুন দিল্লি, ১১ আগস্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। বৈশ্বিক পরিস্থিতি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে প্রায় আধা ঘণ্টার এই আলাপচারিতায় উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
প্রধানমন্ত্রী মোদি কথোপকথনের সময় পুনর্ব্যক্ত করেন যে, ভারতের অবস্থান সবসময়ই শান্তি, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানো এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, “যেকোনও সংঘাতের অবসান শান্তিপূর্ণ পথেই সম্ভব।”
জেলেনস্কি মোদিকে ধন্যবাদ জানান ভারতের মানবিক সহায়তার জন্য এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশা প্রকাশ করেন। দুই নেতা সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)-র অধিবেশনের সময় মুখোমুখি বৈঠকের পরিকল্পনাও চূড়ান্ত করেন।
প্রসঙ্গত, গত কয়েক মাসে মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ভারত শান্তি মধ্যস্থতার একটি সম্ভাব্য মুখ হিসেবে ক্রমশ গুরুত্ব পাচ্ছে।