স্বাধীনতা দিবসে মাংস নিষিদ্ধ? বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি!

সামনেই স্বাধীনতা দিবস। তাই ভারতবর্ষের চারদিক সেজে উঠছে আলো-পতাকায়। প্রতি বছরের এ বছরও নানা অনুষ্ঠানে মাতবে দিল্লি থেকে বিভিন্ন রাজ্যগুলি। কিন্তু এত আয়োজনের মধ্যেও তর্কের কারণ হয়ে দাঁড়ালো দিল্লি পুরসভার তরফে নেওয়া এক সিদ্ধান্ত। যা নিয়ে বিভিন্ন রাজ্যের বিরোধী শিবিরগুলিতে উঠেছে সমালোচনার ঝড়। আসলে দিল্লি পুরসভার তরফে স্বাধীনতা দিবসের দিন সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই এক প্রকার রাগে ফুঁসছেন বিরোধী দলের কর্ম-কর্তারা। বিরোধী দলের বেশিরভাগের মতে, এই পদক্ষেপের অর্থ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা। আর এতেই সমালোচনা আরও বাড়ছে!

ইতিমধ্যেই মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর, থানের কল্যাণ-দোম্বিভ্যালি পুরসভাগুলি জানিয়েছে, ১৫ই অগাস্ট যদি পশুহত্যা হয়, মাংস বিক্রি হয়, তাহলে মহারাষ্ট্র পুরসভা আইনের আওতায় ওই ব্যক্তির তরফে পদক্ষেপ নেওয়া হবে। এর বিরোধিতা করে AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘১৫ই অগাস্ট মাংসের দোকান, কসাইখানা বন্ধ রাখতে দেশের বিভিন্ন পুরসভা যে নির্দেশ দিয়েছে, এমনকি হায়দ্রাবাদ পুরসভার তরফেও এমন নির্দেশিকা জারি করা হয়েছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক পদক্ষেপ। মাংস খাওয়া এবং স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে সম্পর্ক কি? তেলঙ্গানার ৯৯ শতাংশ মানুষ মাংস খান। মাংস নিষিদ্ধ করার অর্থ মানুষের স্বাধীনতা, গোপনীয়তা, জীবনযাপন, সংস্কৃতি, পুষ্টি এবং ধর্মাচারণের অধিকার হরণ’।

https://x.com/asadowaisi/status/1955442662854500770

অন্যদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারও একই সুর তুলেছেন। তার কথায়, “নিষেধাজ্ঞা জারি করা ভুল। বড় বড় শহরে ভিন্ন ধর্মের মানুষ বাস করেন। তবে, আবেগের কোনো প্রশ্ন হলে, মানুষ একদিনের জন্য সেই নিষেধাজ্ঞা মেনে নিতে পারেন। কিন্তু মহারাষ্ট্র দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে এমন নির্দেশিকা জারি করলে তা মেনে নেওয়া কঠিন”।

https://x.com/ANI/status/1955242537376944638

যদিও এই নির্দেশকে নাকি অনুমোদন দেয়নি মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা-NCP, এমনটাই দাবি করেছেন শিন্ডেসেনা অরুণ সাওয়ান্ত। তিনি বলেছেন, “বিরোধীরা এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এবং বদনাম করার চেষ্টা করছে”। তবে, আপাতত এই ঘটনা নিয়ে কম জলঘোলা চলছে না রাজনৈতিক মহলে। কিন্তু শেষমেষ কি হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *