Prime Minister-Shubhanshu

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শুভাংশু শুক্লা! দিলেন মহাকাশ থেকে আনা এক বিশেষ উপহার!

মাস খানেক আগে পৃথিবীতে ফিরলেও, রবিবার সকালে নিজের দেশের মাটিতে পা রেখেছেন শুভাংশু। আর তারপরই সোমবার দিন তিনি পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে, সেখানেই ইতিহাস সৃষ্টিকারী এই নভশ্চরের সঙ্গে আলাপচারিতা সারেন নরেন্দ্র মোদী। শোনেন, আন্তর্জাতিক মহাকাশে তার অভিজ্ঞতার কথা।

সংবাদসংস্থা ANI-এর তরফে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা গিয়েছে, মোদির লোককল্যাণ মার্গের বাসভবনে শুভাংশু প্রবেশের পরই দু’জনে হাত মেলান। এরপর শুরু হয় দু’জনের মধ্যে মহাকাশ নিয়ে আলোচনা ও নানা কথা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবিও তিনি দেখান নমো-কে। তারপর মহাকাশজয়ী শুভাংশুর পিঠ চাপড়ে দিয়ে, কাঁধে হাত রাখেন। শুভাংশু যে ভারতীয় পতাকাটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে গিয়েছিলেন, সেটি প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ তিনি দিয়েছেন বলেও জানা গিয়েছে। শুভাংশু-র সেই উপহার পেয়ে বেশ খুশি হন প্রধানমন্ত্রী।

https://x.com/ANI/status/1957440038230278298

সোমবার সাক্ষাৎ শেষে তথাকথিত টুইট তথা এক্সে নরেন্দ্র মোদী একগুচ্ছ ছবি শেয়ার করে লেখেন, “শুভাংশু শুক্লার সঙ্গে আমাদের খুব ভালো আলাপচারিতা হয়েছে। মহাকাশে তার যে অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ঘটেছে এবং ভারত আগামীদিনে মহাকাশ নিয়ে কী কী গবেষণা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে৷ ভারত তার কৃতিত্বের জন্য গর্বিত।”

https://x.com/narendramodi/status/1957451355624206485

উল্লেখ্য, গত ২৫শে জুন দ্বিতীয় ভারতীয় হিসেবে ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন নভশ্চর শুভাংশু শুক্লা। এরপর টানা ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন তিনি এবং গত ১৫ই জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন তিনি ও তার গোটা টিম। এরপর গত এক মাস আমেরিকায় টেক্সাসের হিউস্টনের কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। রবিবার ভোরে ভারতে ফেরেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। সেদিন দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-সহ অনেকেই। বলা ভালো, রাকেশ শর্মার পর ৪১ বছর বাদে মহাকাশে পা পড়লো এক ভারতীয় নভশ্চরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *