পূর্ব মেদিনীপুরের এগরা ২নং বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পরোক্ষভাবে জয় ছিনিয়ে নিল বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ওই সমবায়ে মোট ৯টি আসন রয়েছে। আর সেই সবগুলি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। না, খাতা খুলতে পারেনি শাসক দল সমর্থিত প্যানেল! সমবায় ভোটে সাফল্যের পরে আনন্দে মেতে উঠেছে গেরুয়া শিবির সমর্থকরা। রাস্তায় নেমেছে তাদের ঢল। গেরুয়া আবিরে ছেয়ে গেছে চারিদিক। সকলের গলায় শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী-র জয়ধ্বনি। ইতিমধ্যেই সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভা ভোটের আগেই গেরুয়া শিবিরের এমন বাঁধন ভাঙ্গা জয় কিছুটা হলেও বুকে বল এনেছে বিজেপি সমর্থকদের। অনেকের মতে, বাংলায় বিজেপি প্রবেশের এটাই সূচনা। কেউ কেউ আবার সরকার বদলের ইঙ্গিত পাচ্ছেন এই জয়ে। অন্যদিকে, কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি সপ্তাহের শুক্রবার তার হাত ধরেই উদ্বোধন হয়েছে কলকাতার ৩টি মেট্রো রুট। বলা ভালো, কলকাতার আলাদা ৩টি দিক এবার একই সুতোয় জুড়ে গেল। এর পাশাপাশি এদিন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।
যদিও প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনের ঘটনাটিকে মোটেও ভালো চোখে দেখেনি রাজ্যের শাসক দল। তাদের মতে, রেলমন্ত্রী হিসাবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন সেটিকে কাজে লাগিয়ে বিধানসভা ভোটের মুখে লোক দেখানো ‘রাজনীতি করতে’ উদ্বোধনে করছেন নরেন্দ্র মোদি। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি বিরোধী দলকে। তবে, এসবের মধ্যে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি সকলের নজর কেড়েছে। তিনি বিজেপি দলের একজন দাপুটে নেতা হওয়া সত্বেও তিনি আমন্ত্রণ পাননি মেট্রোর উদ্বোধন কর্মসূচিতে। আর এতেই দল বদলের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কেউ কেউ। তবে, ২৬- এর নির্বাচনের আগে কে কোন দল বদলায়, আর ফলাফল কি হয় সেটাই এখন দেখার।