Controversial post about Modi

মোদীকে নিয়ে বিতর্কিত পোস্ট, বিপাকে তেজস্বী যাদব

গডচিরোলি, মহারাষ্ট্র: কলকাতা সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, তার আগে বিহার সফরে গিয়েছিলেন তিনি। সেখানে অমিত শাহের বিতর্কিত বিল নিয়ে মুখ খুলতে দেখা গেছিল নরেন্দ্র মোদীকে। এমনকি, নাম না করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তোপ দেগেছিলেন তিনি। তবে, এবার সামনে উঠে এল তার গয়ার সভার আগে ঘটে যাওয়া এক ঘটনা। যা নিয়ে রীতিমত আইনি ঝামেলা শুরু হয়ে গিয়েছে।

অভিযোগ, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার এক্স হ্যান্ডেলে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আর এবার সে কারণেই তার বিরুদ্ধে FIR দায়ের করলেন বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটে। সূত্রের খবর, তার সেই অভিযোগ দায়ের হতেই আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ। কিন্তু ওই পোস্টে কি লিখেছিলেন তেজস্বী? নিজের এক্স হ্যান্ডেলে RJD নেতা হিন্দিতে লিখে পোস্ট করেছিলেন, “আজ গয়ায় মিথ্যার পাহাড় গড়ে উঠবে। প্রধানমন্ত্রী জি আজ আপনি হাড়হীন জিব্বা দিয়ে মিথ্যার পাহাড় গড়ে তুলবেন। কিন্তু দশরথ মাঝির মতো বিহারের ন্যায়বিচার প্রেমী মানুষ আপনার মিথ্যার এই বিশাল পাহাড় ভেঙে ফেলবে।”

আর এই বিতর্কিত পোস্টের বিরুদ্ধেই সরব হয়েছেন নারোটে। ইতিমধ্যেই গড়চিরোলিতে পোস্টের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই ভিত্তিতেই ভারতীয় সংবিধান অনুযায়ী 196, 356, 352 এবং 353 ধারায় মামলা হয়েছে লালু-পুত্রের নামে। বিজেপি নেত্রী শিল্পা গুপ্তা-ও সাহজাহানপুরে অভিযোগ দায়ের করেছেন। সেখানের স্থানীয় এসপি রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, তেজস্বীর নামে সেখানে 153(2) এবং 197(1)(a) ধারায় FIR হয়েছে। তবে, আপাতত বিষয়টা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। আর তাই তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে এখন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *