কলকাতা, ২৪ আগস্ট: SIR নিয়ে সরগরম রাজ্য-রাজনৈতিক মহল। ভোটের আগেই বাংলাদেশীদের দেশ থেকে তাড়ানো রীতিমত উদ্ধত হয়েছে কেন্দ্রের শাসক দল। ইতিমধ্যেই আধার কার্ড নিষিদ্ধ করেছে অসম সরকার। আর এবার পাকাপাকি হিসেব তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার নিশীথ প্রামাণিকের একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভূমিপুত্র, আর সেখানেই সবটা খোলসা করলেন আমজনতার উদ্দেশ্যে।
এদিনের অনুষ্ঠানে শুভেন্দু বলেন, “আমি ভারত সরকার এবং BSF-কে ধন্যবাদ জানাব। তারা ইতিমধ্যেই ৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষীদের-ও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য হয়েছে। আমি যতটুকু জানি, বাংলাদেশের স্বরাষ্ট্র দফতর ও BGB-র কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল, ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই কেন্দ্র BGB-র হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।”
না, এখানেই তার বক্তব্য শেষ হয়নি। এরপরই তিনি রাজ্যের শাসক দলকে তোপ দাগেন এবং ‘অনুপ্রবেশকারীদের পোষণ’ করার অভিযোগ তোলেন। তার কথায়, “এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা-সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার ও পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এসবে নেই। তারা ভোট ব্যাঙ্কের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না।” শুভেন্দু-র দাবি, রাজ্যের কাছে ২০১৬ সালে কাঁটাতার বসানোর জন্য জমি চাওয়া হয়েছিল। কিন্ত তারা হয় তা দিয়ে উঠতে পারেনি, নয়তো দেওয়ার ইচ্ছে রাখেনি। তবে দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠেছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকেও নাকি বাংলাদেশি বলে আটকে রাখা হচ্ছে। কোথাও কোথাও মারধর করার অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতের সঙ্গে বেজায় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের। তবে, শেষ পর্যন্ত এই পুশব্যাক অভিযান কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।