Prime Minister Narendra Modi is coming to Bengal again

ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সঙ্গে থাকবেন অমিত শাহ-ও!

পুজো প্রায় চলেই এসেছে। আর তাই দিকে দিকে সেজে উঠছে তিলোত্তমা। আর এসবের মধ্যেই শোনা যাচ্ছে, আবারও নাকি বাংলায় আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও দিন কয়েক আগেই কলকাতায় একটি সফর সেরে গিয়েছেন নমো। সঙ্গে ৩টি মেট্রো রুটের উদ্বোধন-ও করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে, এবার নাকি কলকাতায় আসবেন না মোদী, বরং প্রধানমন্ত্রী আগামী ২০শে সেপ্টেম্বর নদিয়ার রানাঘাটে একটি জনসভা করতে পারেন। আপাতত বিজেপি সূত্রে এমন একটি খবর ছড়িয়েছে।

অন্যদিকে, কেবল প্রধানমন্ত্রী নয়, পুজোর আগে নাকি দু’বার বঙ্গ সফর সারবেন স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-ও। সূত্রের খবর, আগামী ২২শে সেপ্টেম্বর তথা মহালয়ার পরদিন কলকাতায় আসতে পারেন শাহ এবং মহালয়ার আগের দিন, বাংলায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও পুজোর আগে মোদী-শাহের এই কর্মসূচি সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নয় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে, তাদের একটি অংশ জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর সভার প্রাথমিক দিন বাছাই হলেও, আপাতত তা চূড়ান্ত হয়নি।

এদিকে, বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন হওয়ার কথা রয়েছে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর। জানা গিয়েছে, সেখানকার প্রধান বক্তা অমিত শাহ। যদিও এখনও এই কর্মসূচির স্থান ঠিক হয়নি। কারণ দলীয় পঞ্চায়েতের ১১ হাজার সদস্যকে একসঙ্গে কোথায় জায়গা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে এখনও বিস্তর আলোচনা চলছে বঙ্গ বিজেপি-তে। তাছাড়া, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো উদ্বোধন করার কথাও রয়েছে শাহ-এর। এদিন সংবাদ সংস্থা-কে সজল ঘোষ জানান, “আমরা অমিত শাহ জি-কে আমন্ত্রণ জানিয়েছি। তবে, এখনও নিশ্চিত বার্তা পাইনি। কিন্তু আমরা আশাবাদী, গত বছরের মতো এ বছরও তিনি-ই উদ্বোধন করবেন।” যদিও বিধানসভা ভোটের আগে বারবার বাংলা ভ্রমণে মোদী-শাহের আগমনকে খুব একটা ভালো চোখে দেখছে না রাজ্যের শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *