Anubrata Mondal Bail

অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কবে ফিরছেন বীরভূমে?

দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। শুক্রবার গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে জামিন দেয়। আগে সিবিআই এর মামলায় জামিন হয়েছিল। এবার আদালতের নির্দেশে এই মামলায়ও জামিন পেয়ে তিহারের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তিনি । কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে জেল মুক্ত হতে পেরেছেন তিনি।
অনুব্রত মণ্ডলকে প্রথমবার গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় দীর্ঘদিন আসানসোল জেলে ছিলেন তিনি । তারপরে ইডি মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তিহার জেলে। পরে তার মেয়ে সুকন্যা মন্ডলও এই মামলায় জড়িয়ে পড়ায় তাকেও আটক করে রাখা হয় সেই জেলেই। কিন্তু কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন সুকন্যা । এখন তার বাবা তথা বীরভূমের তৃনমূল নেতা অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন তিহার জেল থেকে।
তবে শুক্রবারই তিনি কারাগার থেকে বের হতে পারবেন না। শনিবার আদালতের রায়ের অনুলিপি প্রকাশ করা হবে, তারপর তিহার জেলে এই কপি হস্তান্তর করলেই তিনি জেল থেকে মুক্তি পাবেন। জানা যাচ্ছে ১০ লাখ টাকার জামিনে মুক্তি পান তিনি।
কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল সিবিআই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। এর পরেই ইডি-র এই মামলা নিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন অনুব্রত, কিন্তু সেখানেও কোনো লাভ হয়নি মামলাটি আবার নিম্ন আদালতে পাঠানো হয়।
বেশ কিছুদিন ধরে সেখানেই চলছিল শুনানি। গত বুধবার আদালতে শুনানি শেষ হয়। শুক্রবার আদালতের চাওয়া কয়েকটি বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পরই আদালত জামিন দিয়েছে অনুব্রতকে। কিন্তু কী কী শর্ত?
পশ্চিমবঙ্গের কোন জায়গায় তিনি থাকবেন সেই ঠিকানা তদন্তকারী আধিকারিকদের জানাতে হবে । তার ব্যবহার করা ফোন নম্বর আদালতে জমা দিতে হবে । সাথে জমা রাখতে হবে পাসপোর্ট। কোনোভাবেই প্রভাবিত করা যাবে না প্রত্যক্ষদর্শীদের। সাথে এমন কোনও কাজ করা যাবে না যাতে তদন্ত প্রভাবিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *