ফের একবার নন্দীগ্রামে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো গেরুয়া শিবির।
রবিবার মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯ টিতেই জিতেছে বিজেপি প্রার্থীরা। এই জয় জনগণের জয়, সামনে আরও বড় জয় অপেক্ষা করছে বলেও দাবি করে বিজেপি।
জানাযায় এদিন শান্তিপূর্ণ নির্বাচন হয় মহম্মদপুরের সমবায় সমিতিতে। এই সমিতিতে মোট আসন ৯টি । সবকটিতেই প্রার্থী দিয়েছিলো তৃণমূল, বিজেপি । কিন্তু ফলাফল বেরোনোর পর মাথায় হাত তৃণমূলের, ৯ টি আসনের মধ্যে ৯ টিতেই হেরে গিয়েছে শাসক দল। অন্যদিকে তৃণমূলের থেকে জয় ছিনিয়ে নিয়ে বিজেপির বক্তব্য “মানুষ এটাই চেয়েছিলো তাই তৃণমূলের পতন শুরু হয়ে গেলো সমবায় সমিতি থেকেই। ভবিষ্যতে সব জায়গা থেকেই উৎখাত করা হবে।
বিজেপির জেলা কমিটির সদস্য সুপর্ণা বলেন, “নয়টি আসনের মধ্যে নয়টিই আমাদের প্রার্থীরা জিতেছে। মনোনয়নের দিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম এখানে বিরোধী শূন্য করব। কারণ এই এলাকা আমাদের বিজেপির শক্ত ঘাঁটি। এখানে তৃণমূলের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো স্থান নেই। যদিও শাসক শিবিরের তরফে নির্বাচনের ফলাফল নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাওয়া গেলে তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে।
নন্দীগ্রাম 1 ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ এদিন বলেন “এটি একটি অরাজনৈতিক নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক প্রতীক নেই। এবং 2021 সাল থেকে এখন পর্যন্ত এই সমবায়ের মধ্যে যে বুথগুলি পড়ে সেখানে গ্রামপঞ্চায়েত সদস্যও বিজেপি। তাই এখানে তৃণমূলের চেয়ে রাজনৈতিকভাবে এগিয়ে ছিল বিজেপি। যাইহোক, এই নির্বাচনের রায় মাথা পেতে নিচ্ছি আমরা।
মোহাম্মদপুর সমবায় সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং তা রক্ষার দায়িত্ব জনগণ ওদের দিয়েছে।”