Changing the name of Sealdah station

বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের নাম? কি বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কলকাতা এবং এর আশেপাশের এলাকার মানুষের কাছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। সবজি ব্যবসায়ী থেকে চাকরিজীবী সকাল থেকেই ব্যাগ নিয়ে কর্মজীবী ​​যাত্রীদের ভিড় হয় চোখে পড়ার মতো। শিয়ালদহ রেলওয়ে স্টেশন হল কলকাতা এবং মফস্বলের অন্যতম প্রাণকেন্দ্র। এবার এই স্টেশনেরই নাম পরিবর্তনের দাবি উঠেছে।
বুধবার কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণব। শিয়ালদহ রেলস্টেশন থেকে বেশ কিছু নতুন পরিষেবা চালু করেন তিনি। শিয়ালদহ সফরের সময় তিনি বলেছিলেন যে আরও বেশি যাত্রীদের যাতায়াতের সুবিদার্থে একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে। তিনি বলেন, শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সক্ষমতা বাড়াতে প্ল্যাটফর্ম বড় করা দরকার ছিল। এবার অতিরিক্ত 300,000 যাত্রী সেখানে যাতায়াত করতে পারবে। এছাড়াও তিনি জানিয়েছেন আজিমগঞ্জ কাশিমবাজার ট্রেন চালুর কথা।
সেই অনুষ্ঠানেই বিজেপির তরফে জানানো হলো শিয়ালদহ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন“মানবজাতির ইতিহাস জড়িত এই স্টেশনের সাথে । সব হারিয়ে একদিন শিয়ালদহ রেলস্টেশনে এসে ভিড় করেছিলেন সবাই। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে শিয়ালদহের কাছে শিবির স্থাপন করে তাঁদের আশ্রয় দেওয়ার বেবস্থা করা হয়েছিল। সেই কারণে আমরা আজ রেলমন্ত্রীর উপস্থিতিতে রেলওয়ের একটি বিশেষ অনুষ্ঠানে আমাদের দাবি জানাই। তিনি বলেন, আমি বিষয়টি দেখব।” শিয়ালদহ রেলস্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি করছে বিজেপি। বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের নাম করা হোক।
উল্লেখ্য, শিয়ালদহ রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম এবং প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। এই স্টেশনে1862 সালে রেল পরিষেবা চালু হয় । পরে 1869 সালে স্টেশন ভবনটি নির্মিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *