Coal Smuggling Case: মহা ফ্যাসাদে অভিষেক-রুজিরা! আরজি কর আবহে এবার কয়লা পাচার মামলা নিয়ে শোরগোল

কয়লা চোরাচালান মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জী। তবে হাইকোর্ট বিবেচনার পর তাদের আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্টও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলো অভিষেক-রুজিরা তবে এখানেও খারিজ করে দেওয়া হলো তাদের আবেদন ।
কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরাকে নয়াদিল্লির ইডিঅফিসে তলব করা হয়েছিল। তবে ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু এতেও হলোনা সুরাহা । দেশের সর্বোচ্চ আদালতে তৃনমূল সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদের দায়ের করা আবেদন খারিজ করে দেয়।
অভিষেক এবং রুজিরার অভিযোগ ছিল কেন্দ্রীয় সংস্থা ইডি কেন তাদের দিল্লিতে ডেকে পাঠায়। তাদের যাতে কলকাতায় তলব করা হয় সেই অনুরোধ জানানো হয়েছিল এদিন আদালতে । অন্যদিকে, ইডি জানিয়েছে যে নিরাপত্তার কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কলকাতায় বদলে দিল্লিতে তলব করা হয়েছিল।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মা অভিষেকের মামলার শুনানি করেন। কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করানারায়ণ অভিষেক ও রুজিরার পক্ষে সোয়াল করেন। তবে অভিষেক ও রুজিরার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর আগে 2022 সালে, সুপ্রিম কোর্টের নির্দেশে অভিষেককে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিষেককে গত বছরের ২২শে সেপ্টেম্বর কয়লা চোরাচালানের মামলায় জরুরি বিভাগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে কলকাতার বদলে দিল্লিতে অভিষেককে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে, আদালতে এ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী। সব দিক বিবেচনা করে অভিষেক রুজিরার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *