একজন পুলিশ কর্মী ইউনিফর্ম পরে মাতাল হয়ে ঘুরতে দেখা গেলো রাস্তায় রাস্তায়। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন এক পুলিশকর্মী। ভিডিওতে দাবি করা হয়েছে যে তিনি রাস্তায় মহিলাদের বাজে কোথাও বলেন। তবে এ নিউস বাংলা ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনি।
ইউনিফর্ম পরা অবস্থায় সেই পুলিশ কর্মীর মাতলামি দেখে অনেকেই নিজেদের মোবাইলে ভিডিও রেকর্ড করে নেন। এবং তারা তাদের সোশ্যাল মিডিয়াতেও তা শেয়ার করেন। কয়েক সেকেন্ডের মধ্যে, ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। অনেকেই এই ছবিতে মন্তব্য করেছেন। তার পর থেকেই সেই ভিডিওর পোস্টে কমেন্ট করে জবাব চাইছে জনগণ ।
আরজি করে তিলোত্তমা ঘটনার পর থেকে এমনিতেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তারপরে আরো এরকম ঘটনায় রাজ্যের পুলিশ মন্ত্রীকে এক হাত নিলেন বিজেপি। একজন ইউনিফর্মধারী পুলিশ কিভাবে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারে? বিজেপি নেতা বাসুদেব সরকার বলেছেন, “রাজ্য পুলিশের ভূমিকা আবারও একবার প্রমাণিত হয়ে গেলো।” বুধবার রাত সাড়ে দশটা নাগাদ রাধিকাপুর এক্সপ্রেস রায়গঞ্জ থেকে ছাড়ার পর ইউনিফর্ম পরা এক মাতাল পুলিশ ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ মন্ত্রী কি বিষয়টি দেখবেন?” তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে জেলা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।