BIG BREAKING “জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি” বললেন মমতা

পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাত জোর করে বললেন, আমি তিন দিনেও এই সমস্যার সমাধান করতে পারিনি। আমি বাংলার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।” নবান্নে কাছে এসেও যারা বৈঠকে বসলেন না , তাদের ক্ষমা করে দিয়েছি,। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। তিলোত্তমা বিচার পাক আমিও এটাই চাই। সাধারণ মানুষের বিচার পাওয়া উচিত। ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকের একেবারে শেষের দিকে একথাই বললেন।
আরজি কর মামলার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন তরুণ চিকিৎসকরা। এর আগে মুখ্যমন্ত্রী পরপর দুই দিন তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বৃহস্পতিবারও বৈঠকটি তৃতীয়বারের মতো ব্যর্থ হয়ে গেলো । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসকরা প্রথম থেকেই দুটি প্রধান শর্ত রাখেন। তারা চেয়েছিল বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হোক। সাথে তারা 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নতে একটি সভা করতে চেয়েছিলেন। তবে এই দুটি শর্তেই আপত্তি রয়েছে রাজ্যের । বৈঠক ব্যর্থ হওয়ার পরে, মমতা বৃহস্পতিবার নবান্ন থেকে বলেন : “আমি তিন দিনেও এই সমস্যার সমাধান করতে পারিনি।” আমি বাংলার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। নবান্নে কাছে এসেও যারা বৈঠকে বসলেন না তাদের ক্ষমা করে দিয়েছি। আমি পদত্যাগ করতে রাজি। সাধারণ মানুষ রঙ বুঝতে পারেনি। ওরা বিচার চায় না। চেয়ার চায়। “আমি আশা করি মানুষ সেটা একদিন বুঝতে পারবে।”
মমতা বলেন, বৈঠকে অনেকেই আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে কোনো আপস না করার নির্দেশ এসেছে। তিনি বলেন: “অনেকেই বৈঠকে আগ্রহী ছিলেন, কিন্তু আদেশ এসেছে বাইরে থেকে।” দুই-তিন জন দ্বিমত পোষণ করেন। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। চিকিৎসকদের অনুরোধ করছি কাজে ফিরুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *