অমিত শাহের নতুন বিল নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী!

গত বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন। সেই বিল নিয়ে ইতিমধ্যেই নিজেদের মতামত পেশ করেছেন বিরোধীরা, তবে এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি নরেন্দ্র মোদীকে। অবশেষে শুক্রবার বিহারের জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জেলের ভিতর থেকে ফাইলে সই করবেন, এটা কীভাবে হতে পারে? বাবা সাহেব আম্বেদকরও ভাবেননি যে ক্ষমতায় থাকা মানুষরা এভাবে দুর্নীতি করবেন। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে জেলে যাওয়ার পরেও যে জেলের ভিতর থেকেই দুর্নীতি চলবে, এমনটাও ভাবেননি।’

এরপরই নমো বলেন, ‘‘যদি কোনও সরকারি কর্মচারী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাহলে তার চাকরি চলে যায়। সে তিনি কোনো সরকারি কর্তার গাড়ির চালক হোন, বা কেরানি কিংবা পিয়ন। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও জেল থেকে সরকার চালাতে পারেন!’’ সেই সঙ্গে অতীতের উদাহরণ দিয়ে মোদী বলেন, ‘‘কিছুদিন আগে আমরা দেখেছি, কীভাবে জেলে বসে বসে ফাইলে সই করা হচ্ছিল। সরকারের নির্দেশিকা কীভাবে জেল থেকে জারি করা হচ্ছিল। নেতারাই যদি এমন আচরণ করেন, তবে আমরা কীভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব? NDA সরকার দুর্নীতির বিরুদ্ধে আইন এনেছে। আর এই আইনের আওতায় প্রধানমন্ত্রী-ও আছেন।’’

নয়া এই বিল অনুযায়ী, সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদে নতুন ধারা যোগ হবে বলে জানা গিয়েছে। যে নিয়ম অনুযায়ী কোনও মন্ত্রী যদি এমন কোনো অপরাধে গ্রেফতার হন, যার শাস্তি ৫ বছর বা তার বেশি কারাদণ্ড, সেক্ষেত্রে তিনি টানা ৩০ দিন জেলে থাকলেই তাকে ৩১তম দিনে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এমনকি, প্রধানমন্ত্রীও এর বাইরে নন। আর এই একই নিয়ম রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। যদিও দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। তবে, তিনি জেল থেকেই রাজ্যের সরকার পরিচালনা করেছিলেন। এর মাস ছয়েক পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিন পান। তার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে অতীশীর হাতে দায়িত্ব তুলে দেন কেজরিওয়াল। না, এদিন কারও নাম না করলেও, নরেন্দ্র মোদী যে আম আদমি পার্টির প্রধানকেই খোঁচা দিলেন, তা অনেকের কাছেই স্পষ্ট ধরা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *