police controversy west bengal

police controversy west bengal : তৃনমূল নেতার জন্মদিনের পার্টিতে সেলিব্রেশন করছে পুলিশ, পরে কি জানালেন?

ইউনিফর্ম পরে তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে হাজির হয় পুলিশ। বিতর্ক তুঙ্গে উঠছে মুর্শিদাবাদের রাণীনগরে। সম্প্রতি মুর্শিদাবাদের রাণীনগর থানার শেখপাড়ায় একটি কেগের দোকানে তৃণমূলের অঞ্চল সভাপতি সোহেল রানার জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন রাণীনগর থানার এএসআই তাজ আলম। ওই দিনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা । কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও।
রাণীনগর ব্লক 2-এর কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম হীরা তিরস্কার করে বলেছেন যে পুলিশ শুধু জন্মদিনেই নয়, তৃণমূল নেতাদের হয়ে অনেক কাজ করে বিভিন্ন জায়গায়। খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও ।
গেরুয়া শিবিরের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডল কটাক্ষ করে বলেন: “পুলিশ ডিউটি ​​করার সময় ইউনিফর্ম পরে সেখানে এসেছিল। তৃণমূল কেন, তিনি কোনো রাজনৈতিক দলের পার্টিতেই যেতে পারেন না। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই পুলিশ বাহিনী চালান। তৃণমূলের প্রতিটি থানা আসলে পার্টি অফিস।” রাণীনগর থানার এএসআই তাজ আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *