পাসপোর্ট কেলেঙ্কারিতে যুক্ত খোদ মমতা পুলিশ? গোয়েন্দা বিভাগের হাতে আটক করতেই তোলপাড় রাজ্য ?
রাজ্যজুড়ে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব-ইন্সপেক্টর ৷ লালবাজারের হাতে এই প্রথম গ্রেফতার হলেন কোনও প্রাক্তন পুলিশ কর্মী । তাঁকে উত্তর 24 পরগনা অশোকনগর থানার অন্তর্গত হাবরা থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম আব্দুল হাই ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, ‘‘পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিলাম । পরে গতকাল গভীর রাতে এই ব্যক্তিকে গ্রেফতার করি । তিনি একজন সাব-ইন্সপেক্টর ছিলেন । এছাড়াও তাঁর দায়িত্ব ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের । তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে ।’’
ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । তাঁকে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । গত বছরের 27 সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় প্রথম পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনা সামনে আসে ৷ সেই থানাতে একটি এফআইআর দায়ের হয় । সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রথমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে । এরপরেই পাসপোর্ট কেলেঙ্কারির মাথা হিসেবে পরিচিত মনোজ গুপ্তকে উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারের পর প্রশ্ন উঠতে থাকে পাসপোর্ট পুলিশি ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে । প্রশ্ন উঠতে থাকে কেন পাসপোর্ট ভেরিফিকেশনের পরেও এত জাল পাসপোর্ট এর রমরমা নিয়েও । এই ঘটনার পর কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা নির্দেশিকা জারি করে বলেন, ‘‘এবার থেকে শুধু থানায় বসে পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব পালন করলে হবে না ৷ যেই ব্যক্তির পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে তাঁর বাড়িতে এবং তাঁর পাড়ায় গিয়ে খোঁজখবর করতে হবে পুলিশ কর্মীকে ।’’
এরপরেই প্রশ্ন উঠতে থাকে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে । তদন্তের মাধ্যমে আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে যে এই প্রাক্তন এসআই প্রচুর টাকার বিনিময়ে একাধিক অসাধু পাসপোর্ট কারবারীদের বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা পাইয়ে দিতেন । তবে আইপিএস মহলের একাংশের দাবি, শুধু এই পুলিশ কর্মী নয়, বরং এর সঙ্গে পুলিশ কর্মীদের একটি অসাধু চক্র যুক্ত রয়েছে ।