RG Kar: তিলোত্তমার জাস্টিস চাওয়াই হলো বড় ভুল, এক নাবালিকার হাত মুচড়ে দিলো তৃণমূল

“ওই ওয়ান্ট জাস্টিস” গোটা রাজ্য যখন জনতার এই গর্জনে মুখরিত, ঠিক তখনই অন্য একটি মেয়ের উপর হামলা। একদল মাতাল কিশোর প্রতিবাদে অংশ নেওয়া এক নাবালিকার হাত থেকে মাইক ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এবং সে তার হাত মুচড়ে দেয় । নাবালিকার বাবা জানিয়েছেন, তাঁরা সবাই তৃণমূলের। পুরো ঘটনাটি পুলিশকে জানিয়েছি।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়। আহত নাবালিকার নাম মৌ সরকার। সে কাঁচরাপাড়া সারদা দেবী উচ্চ বিদ্যালয়ের 11 শ্রেণীর ছাত্রী। বর্তমানে তিনি কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, গত রাতে কাঁচরাপাড়ায় সর্ব মহিলা বিন্দু গান্ধী মূর্তির পাদদেশে একটি রাত দখলের কর্মসূচি হয়। কর্মসূচির নেতৃত্ব দেন মৌ।
নাবালিকার দাবি, একদল মাতাল যুবক হঠাৎ এসে তাদের ভাড়া করা মাইকটি কেড়ে নেয়। তিনি এ বিষয়ে জানতে চাইলে একজন অভিযুক্ত একাদশ শ্রেণির নাবালিকার হাত মুচকে দেয়। তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকি তার পরিবারও হুমকির মুখে পড়েছে । এ ঘটনায় মেয়েটির পরিবার আতঙ্কিত। পরে মেয়েটির পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

আহত ছাত্রী বলেন, আমি তার পরিচয় জানি না। হঠাৎ সে এসে মাইক্রোফোন ধরল। আমি মাইক্রোফোন চাইলে আমাকে ঘিরে ফেলা হয়। তারা সবাই মাতাল ছিল। অন্যদিকে, আহত নাবালিকার বাবা ফোনে সাংবাদিকদের বলেন, “আমার মেয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছিল। গান্ধীমরে তৃণমূলের মিছিল থেকে আসা একটি ছেলে হঠাৎ আমার মেয়ের হাত মুচকে দেয়। তখন ওর মা আমাকে ডেকে নিয়ে যায় । আমি সেখানে গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম: এটা কি ভাল কাজ করলেন? আমার মেয়েটির হাত মচকে আবার আপনি বলছেন যে আপনি বিচার চান? সে তখন আমাকে মারতে আসে। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *