জুনিয়র ডাক্তাররা পাঁচটি দাবিতেই অনড় এখনো। একটানা ভাবে চলছে তাদের কর্মবিরতি। রাজ্য সরকার ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে এবং স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য । এরপর থেকেই প্রশ্ন উঠেছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি এবার তুলে নেওয়া হবে ? মঙ্গলবার জিবি মিটিংয়ে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন তাঁরা এখনই তুলবেন না কর্মবিরতি।
কিন্তু কী কারণে এখনো কর্মবিরতি তুলতে নারাজ তারা? তাদের বক্তব্য, পাঁচ দফা দাবির মধ্যে এখনও চতুর্থ ও পঞ্চম দাবি পূরণ হয়নি। তাই এই বিষয়ে প্রশাসনের সঙ্গে আবারো বৈঠক করতে চেয়ে ইমেল করবেন বলে জানিয়ে জুনিয়র চিকিৎসকরা। কবে তারা ধর্না তুলবেন তা নির্ভর করছে এই বৈঠকে আলোচনার ওপর।
একজন জুনিয়র ডাক্তার বলেন, “আমাদের চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেটা মানতে হবে।” আর সুপ্রিম কোর্ট যেভাবে আমাদের নিরাপত্তার দাবিকে মান্যতা নিয়েছে। যেটা আমাদের দাবি ছিল তিলোত্তমার মতো কোনো ঘটনা যাতে কলেজ চত্বরে আর কোনোদিন না ঘটে তার জন্য যথাযত সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। সব কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিসর আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরকারের সঙ্গে আলোচনা করা উচিত।”