যতই হোক নামের শেষে দুজনেরই পদবি অধিকারী । এদিকে আরো দুজনেই মেদিনীপুরের বাসিন্দা। ভিন্ন বলতে শুধু তাদের রাজনৈতিক দল। আমরা ঘাটালের অভিনেতা তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং বঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছি। দুজনের রাজনৈতিক দল ভিন্ন হওয়া সত্ত্বেও এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য শুভেন্দুর সাথ চাইলেন দেব। তিনি বলেন, আমরা অধিকারী ভাই, আসুন একসাথে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করি।
প্রসঙ্গত, এমন সৌজন্যের রাজনীতির দিক দিয়ে সবসময় এগিয়ে থাকতেই দেখা যায় দেবকে। বিভিন্ন বিষয়ে দলমত নির্বিশেষে দেবকে বারবার সহযোগিতার বার্তা প্রকাশ করতে দেখা গেছে। যদিও এই কারণে নিজেরই দলের নেতা কুণাল ঘোষের কটাক্ষের শিকার হতে হয়েছে বেশ কয়েকবার। তবুও নিজের বক্তব্য থেকে কোননো পিছপা হননি তৃণমূল সাংসদ।
এমনি সৌজন্যের রাজনীতি দেখা গেলো রবিবারও। দেব বলেন, শুভেন্দুদা মেদিনীপুরের ছেলে আমার মতো। “আমি শুধু একটি কথা বলতে চাই: এর দায় শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারেরও হতে পারে।” এমনটা নয় যে আমি জিততে পারিনি বলে আমি কাজ করব না। আমিও করি, তুমিও করো। অধিকারী ভাইরা নিক ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনাকারী।” তিনি আরও বলেন, “এটা ক্রিকেটের খেলা নয় যে শুভেন্দু অধিকারী বনাম দীপক অধিকারী। আমি চাই অধিকারী ভাইরা মিলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করুক। আমি রাজ্য সরকারের তরফে উদ্যোগ নিয়েছি। এবং আমি চাই শুভেন্দু অধিকারীও এই মাস্টার প্ল্যান বিষয়ে কেন্দ্র সরকারকে বলুক। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে এখানে আমি তুমি না করে যদি অধিকারী ভাইয়েরা একত্রিত হয়ে কাজ করে তাহলে সমাজের কাছে একটা ভালো বার্তা যাবে।”