দিওয়ালিতেই দেশবাসীকে বড়ো উপহার দেবেন প্রধানমন্ত্রী! লালকেল্লা দাঁড়িয়ে আগাম ইঙ্গিত মোদী সরকারের!

চিরুনি থেকে নুরুনি, আজকাল কোনো কিছু কিনতে যাওয়া থেকে শুরু করে ডিনার ডেটে যাওয়া সবেতেই GST বাধ্যতামূলক। তবে, মাস কয়েক আগেই শোনা যাচ্ছিল চলতি অর্থবর্ষে নাকি GST নিয়ে বড় কোনো বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তারপরই গুঞ্জন উঠেছিল, তবে কি এবার GST কমাতে পারে মোদী সরকার? উঠে যেতে পারে মোটা অঙ্কের এই GST স্ল্যাব? যদিও GST কিছুটা কমলে জিনিস-পত্রের দামেও অনেকটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের। আর সেই ধারণা সত্যি করে, স্বাধীনতা দিবসের দিন-ই দেশবাসীকে এক খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী।

৭৯তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দিওয়ালিতে বড় উপহার পাবেন আপনারা। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, GST আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন GST রিফর্ম আনা হবে। তাতে সামান্য পণ্যে যে করের বোঝা ছিল, তা অনেকটা কমিয়ে দেওয়া হবে। এতে অনেক উপকার হবে MSME-তে। সস্তা হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিস, এতে দেশবাসীর সুবিধা হবে।” বর্তমানে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের উপর ১২% GST বসে, যা কমিয়ে ৫% করার দাবি অনেকদিনই ছিল মানুষের মধ্যে। আর কেন্দ্র এবার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কিছুটা সুরাহা করার জন্য ৫% GST-র সিদ্ধান্তেই সিলমোহর দিতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত ২০১৭ সালে মোদী সরকার GST লাগু করে। আর এবার ৮ বছর বাদে সেই GST ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। জানা গেছে, ইতিমধ্যেই GST রিভিউয়ের জন্য একটি হাই-পাওয়ারড কমিটি গঠন করা হয়েছে সরকারের তরফে। পাশাপাশি এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গেও কথা বলা হবে। প্রধানমন্ত্রীর দাবি, ভারত অর্থনীতির দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হতে চলেছে, তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার অনেক চেষ্টা তাদের করতে হবে। সেই সাথে তিনি এও বলেন যে, বর্তমানে ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত রয়েছে, UPI ব্যবস্থা দারুণ শক্তিশালীভাবে কাজ করছে। তাই আগামী দিনে সাধারণ মানুষের কাছে যাতে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া যায়, সেদিকে বিশেষ নজর দিতে আগ্রহী হয়ে উঠেছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *