ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সেই সঙ্গে রাজবাসীর জন্য রয়েছে একগুচ্ছ সুখবর!

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই ইতিমধ্যেই ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী শিবিরগুলি। আর এবার সেটাকেই পাখির চোখ করে ফের রাজ্যে আসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এবার বঙ্গবাসী জন্য কিছু সুখবর নিয়ে তবেই পা রাখবেন এই রাজ্যে। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছিল আগামী ২০শে আগস্ট তিনি সভা করবেন, কিন্তু ২১শে আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতেই ব্যস্ত থাকবেন। তাই আপাতত স্থগিত রয়েছে মোদীর বাংলায় আসার কার্যকারিতা।

জানা যাচ্ছে, চলতি বছরের শেষ পাঁচ মাসের প্রতিটি মাসে মোট পাঁচটি জনসভা করতে পারে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই নাকি সেই পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোও হয়ে গিয়েছে। তবে, প্রতিটি জনসভাতেই প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকছে কিনা, তা এখনও জানা যায়নি। এদিকে শোনা যাচ্ছে, এবার তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি নিয়ে আসছেন। যেখানে নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো সংযোগের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি মেট্রো সংযোগ করার বিষয়ে জোর দেওয়া হয়েছিল, সেটিরও নাকি উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়েই। অর্থাৎ, সব মিলিয়ে ভোটের আগেই বাংলার মানুষদের বড় উপহার দিতে চলেছেন নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, চলতি বছর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু’টি সভা সেরেছেন প্রধানমন্ত্রী। আর তার এই দুই সভাতেই তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, মহিলাদের উপর অপরাধের সংখ্যা বৃদ্ধি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বারবার অশান্তি ও দাঙ্গা পরিস্থিতি তৈরির অভিযোগও এনেছিলেন তিনি। তবে, এবার প্রধানমন্ত্রী রাজ্যে আসার পর কি বলেন এবং মেট্রো উদ্বোধনের পাশাপাশি আর কোন কোন কাজ করেন, সেটাই দেখার পালা। তবে, ইতিমধ্যেই দমদমের সভা ঘিরে রাজনৈতিক মহল থেকে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আর সবুজ সংকেত মিললেই চলতি মাসেই দমদমে সভায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *